
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শনিবার রাত ৮টায় সদর মডেল থানার কনফারেন্স রোমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সাংবাদিকরা শহরে কিশোর গ্যাং, মাদক, জুয়াসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অপরাধ নির্মূলে ওসি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশ^াস দেন। সভা পরিচালনা করেন সদর থানার সেকেন্ড অফিসার প্রদীপ চন্দ্র সরকার। এতে জাতীয় ও স্থানীয় পত্রিকার একাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com