
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী রেল স্টেশনের প্রবেশমুখটি বর্তমানে ফুটপাতের ব্যবসায়ীদের দখলে চলে গেছে। এতে করে যাত্রীরা গাড়ি নিয়ে প্রবেশ করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রায়ই এ নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা যায়, জংশনের প্রবেশ মুখে গাড়ির স্ট্যান্ডসহ অসংখ্য ভ্রাম্যমান দোকান বসেছে। অভিযোগ রয়েছে একটি প্রভাবশালী মহল ওই সব দোকানদারদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করছে। তাছাড়া ওই সব দোকানের অধিকাংশেই রয়েছে অবৈধ বিদ্যুত সংযোগ। এতে সরকার প্রতি মাসে হাজার হাজার টাকার রাজস্ব হারাচ্ছে। ভুক্তভোগীরা এ বিষয়ে রেল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com