আমুরোড বাজারে মানববন্ধনে বক্তারা
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের নেতা ও হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জি কে দুলহাসের দায়েরকৃত মিথ্যা মামলায় জুয়েল আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- সাবেক মেম্বার আকল মিয়া, বিএনপি নেতা ফরিদ আহমেদ, সাইফুর রহমান সবুজ, ছাত্রদল নেতা বেলাল আহমেদ, ফারহান আহমেদ কাঞ্চন, জাহিদুল ইসলাম তনি, ওয়াসিম আহমেদ, শুভ আহমেদ প্রমুখ। এতে এলাকার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন- চুনারুঘাট উপজেলার গেড়ারুক গ্রামের সন্তান সমাজসেবক জুয়েল আহমেদ ছাত্র জীবন থেকে সমাজের উন্নয়নে কাজ করে আসছেন। তিনি জীবিকার তাগিদে চাকরিতে যোগদান করেন। সে ও তার তিন বন্ধু মিলে কানাডা যাওয়ার প্রস্তুতি নেয়। তাকে কানাডার ভিসা দ্রুত পাওয়ার প্রলোভন দেখায় সিলেট জেলার জৈন্তা উপজেলার চার নম্বর এলাকার রুবেল আহমেদ। এ আশায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে চারজনের ভিসার জন্য রুবেল আহমেদকে ৩৮ লাখ ৭০ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করেন জুয়েল আহমেদ।
পরবর্তীতে রুবেল আহমেদ জুয়েলসহ দুইজনকে ভূয়া ভিসা ও অপর দুইজনকে ভূয়া এপয়নমেন্ট লেটার প্রদান করেন। এ প্রেক্ষিতে ২০২৪ সালের ১ আগস্ট প্রতারক রুবেল আহমেদকে আসামী করে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন জুয়েল আহমেদ। এ মামলা থেকে রেহাই পেতে রুবেল আহমেদসহ একটি চক্র মিলে জুয়েল আহমেদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করে। পরে চলতি বছরের ৮ মার্চ শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের নেতা ও হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জি কে দুলহাসকে ম্যানেজ করে জুয়েলের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তাকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে ১০ এপ্রিল জুয়েলকে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
বক্তারা বলেন- জি কে দুলহাস ফ্যাসিস্টের দোসর হওয়ার পরেও থানায় গিয়ে প্রভাব খাটিয়ে জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। সমাজসেবক নির্লোভ পরোপকারী জুয়েলের ওপর থেকে দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।