স্টাফ রিপোর্টার ॥ গাজায় নিরীহ মুসলমানদের মুক্তি কামনায় হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসল্লীয়ান অংশগ্রহন করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, পৌর সভাপতি মাহবুবুর রহমান আউয়াল, জেলা সাধারণ সম্পাদক মাওলানা কাজী এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তৈয়ব মোজাহেদী, মাওলানা আব্দুল হালীম হোসাইনী, মাওলানা মোস্তাফিজুর রহমান হাজারী, হাফেজ মাওলানা জিল্লুর রহমান আশেকী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি আবুল বাশার হানাফী, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি আবুল ফজল প্রমুখ।
মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব রইছ মিয়া বলেন-গাজার নিরীহ মুসলমানগণ আমাদের ভাই। তাদের ব্যথায় ব্যথিত হওয়া আমাদের ইমানের দাবি। আহলে সুন্নাত ওয়াল জামাত সমম্বয় পরিষদের পক্ষ থেকে ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গত শুক্রবার প্রত্যেক মসজিদে ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। অদ্য গাজাবাসী মুসলমানদের মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যতদিন পর্যন্ত গাজাবাসী মুসলিম ভাই, বোনেরা ইসরায়েলী আগ্রাসনের কবল থেকে মুক্ত না হচ্ছে, ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাত সমম্বয় পরিষদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। উক্ত কর্মসূচিতে আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লীদের অংশ গ্রহন করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ইসরায়েলী পণ্য বয়কট করার জন্য মুসলমানদের আহ্বান জানাচ্ছি। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী। মোনাজাত শেষে শহরের চৌধুরী বাজারের প্রত্যেক দোকানে ইসরায়েলী পণ্য বর্জনের জন্য লিফলেট বিতরণ করা হয়।