
হবিগঞ্জ পৌর এলাকার রাস্তা ও ড্রেনসহ চলমান অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মোঃ জাহিদুর রহমান। মঙ্গলবার তিনি শহরের শায়েস্তানগর এলাকায় অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত প্রমূখ।
পৌর প্রশাসক কাজের গুণগত মান সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সাথে আলাপ করেন। তিনি প্রতিটি নির্মাণ কাজে যেন সর্বোচ্চ মান বজায় রাখা হয় সে ব্যাপারে সর্তক থাকার পরামর্শ দেন।
উল্লেখ্য, পৌর এলাকায় লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারী প্রজেক্ট, এলজিসিআরআরপি’র আওতায় ড্রেন, রাস্তাসহ অবকাঠামো উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com