ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামে তিনটি গরুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করা হয়েছে। পরে সালিশ বৈঠকের মাধ্যমে উদ্ভুত পরিস্থিতি সমাধান করা হয়।
জানা যায়- সম্প্রতি উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের কৃষক শাহ নৈবালী মিয়া হাওর থেকে গরু নিয়ে আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম প্রান্তে পল্লী বিদ্যুতের মেইনলাইন মাটিতে পড়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরু মারা যায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। তাৎক্ষনিক সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলী পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসে বিষয়টি নিষ্পত্তি করেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) আউশকান্দি পল্লী বিদ্যুতের সাব সেন্টার অফিসে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলীর সভাপতিত্বে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নবীগঞ্জ উপজেলা শাখার আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান অনুজ, এজিএম জুয়েল আহমেদ, পল্লী বিদ্যুৎ হবিগঞ্জ সমিতির পরিচালক শাহ মুস্তাকিম আলী প্রিন্স, সাবেক পরিচালক হেলাল আহমেদ, পানিউমদা ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহ জাহেদ আলীসহ বড়চরের স্থানীয় মুরুব্বিয়ান।
শালিস বৈঠকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরুর মৃত্যুর ঘটনায় কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত হয়।