মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাহফুজ মিয়াকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে থানার এস আই মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মাহফুজ মিয়া উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামের শফিকুলের ছেলে।
ওসি আব্দুলাহ আল মামুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মাহফুজ মিয়াকে ৬ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। পুলিশের গ্রেফতার এড়াতে রায় ঘোষণার পর থেকে মাহফুজ মিয়া পালিয়ে আত্মগোপন করেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে নোয়াপাড়া থেকে গ্রেপ্তার করে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করেছে।