জেলা বিএনপির পান্তা উৎসবে জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বৈশাখ আমাদের, এই দেশ আমাদের, এই দেশের মানুষ আমাদের। বিএনপি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে লালন করে পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করছে। বিএনপি মানুষকে ভালোবাসে, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন।
তিনি গত সোমবার সকাল ৯টায় পৌরসভা মাঠে পহেলা বৈশাখে হবিগঞ্জ জেলা বিএনপির পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচীর উদ্বোধনকালে এসব কথা বলেন।
জি কে গউছ আরও বলেন- গত ১৬টি বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনার কবলে পড়ে বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গিয়েছিল। জুলাই গণঅভ্যূত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক আবাল বৃদ্ধ বনিতা জীবন দিয়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন- সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বার বার বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নেই। বাংলাদেশে ছাড়া আমাদের কোনো ঠিকানা নেই। আমরা এই দেশে জন্মেছি, এই দেশেই মরতে চাই। কিন্তু দেশের প্রতি আওয়ামীলীগের কোনো মমত্ববোধ নেই। দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ নেই। আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আওয়ামীলীগের মন্ত্রী-এমপিরা জনগণের সম্পদ লুন্টন করেছে। জনগণের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে। তারা দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। আওয়ামীলীগের এই দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের আইনের আওতায় আনতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে।
এদিকে আলহাজ্ব জি কে গউছ দিনভর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। তিনি বেলা ২টায় শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগা’র পুকুরে জেলা শ্রমিকদলের সাঁতার প্রতিযোগিতা, বিকাল ৩টায় পৌরসভা মাঠে জেলা যুবদল ও জেলা ছাত্রদলের মধ্যে কাবাডি প্রতিযোগিতা, বিকাল ৫টায় জেলা কৃষকদলের লাঠি খেলা প্রতিযোগিতা এবং সন্ধা ৭টায় এম সাইফুর রহমান টাউন হলে জেলা জাসাসের লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।