মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৃথক এলাকা থেকে অজ্ঞাতসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মরদেহ দুটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
মাধবপুর থানার ওসি তদন্ত কবির হোসেন জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন-শিমুলঘর সড়কের মাঝামাঝি এলাকায় সড়কের পাশে এক অজ্ঞাত (৩০) পুরুষের লাশ দেখতে পেয়ে জনতা থানায় খবর দেয়। খবর পেয়ে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
অপরদিকে একই দিন সকাল ১১ টার দিকে মাধবপুর পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকায় হেলাল মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নাসিরনগর উপজেলার রুস্তমপুর গ্রামের শিরু মিয়ার ছেলে। তার ভাই মাধবপুর বাজারে ওয়ার্কসপের ব্যবসা করেন এবং ওই বাসায় তারা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দু’টি স্থানই পরিদর্শন করা হয়েছে এবং লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।