
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক প্রদত্ত জিআর চাল ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কার্যালয় হতে প্রদত্ত সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল ৮ এপ্রিল দুপুরে হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এই চাল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা বিভাগের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার, লায়ন্স ক্লাবের সভাপতি ফখরুল আলম বাবুল, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র সভাপতি আজিজুর রহমান মান্না। সাবেক পৌর কমিশনার মোহাম্মদ শামছু মিয়ার সার্বিক সহযোগিতায় পরিচালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মোসাহিদ মিয়া এবং সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত রবি দাস।
অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন- দেশের ৪৪ জেলায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কার্যক্রম চলছে। হবিগঞ্জ জেলায় সংস্থার কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে একটি স্থায়ী কার্যালয় প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।