
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আলোচিত মাদক ব্যবসায়ী ফয়সলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ফয়সল মিয়া দীর্ঘদিন ধরে গুইবিল সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করে আসছেন। তার মাদক ব্যবসায় বাধা দিলেই ঘটে বিপত্তি। যারা বাঁধা দেয় তাদের উপর নেমে আসে নির্যাতন। এমনকি ফয়সলের পরিবার তার মাদক ব্যবসায় বাঁধা দিলে ভাই ভাবিকেও সে মারধর করে হত্যার হুমকি দেয়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারই ভাবী আজিজুন্নাহার জলি বাদী হয়ে ২০২৪ সালের ৯ অক্টোবর চুনারুঘাট থানায় ফয়সলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। থানায় সাধারণ ডায়েরি করায় ক্ষিপ্ত হয়ে সে তার ভাই প্রবাসী বিল্লাল, শাহিন ও সায়েদের বাড়িঘরে হামলা করে ভাংচুর চালায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার প্রবাসী ভাইদের স্ত্রীরা বাড়ি ঘরে বসবাস না করে চুনারুঘাট শহরে ও হবিগঞ্জ শহরে ভাড়া বাসায় বসবাস করছেন।
ভুক্তভোগীরা ফয়সলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।