স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা বাইপাস সড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় আঞ্জব আলী (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টায় বহুলা বাইপাস সড়কের কবির কলেজের রাস্তায় প্রাণ কোম্পানীতে শ্রমিক বহনকারী নাভানা গরু ব্যবসায়ী আঞ্জব আলীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আঞ্জব আলী নারায়ণপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র। সদর পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com