
স্টাফ রিপোর্টার ॥ অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা খসরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সদর থানার ওসি আলমগীর কবিরের নির্দেশে পুলিশের একটি টিম শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খসরু মিয়া লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি বৈষম্যবিরোধী মামলার আসামি। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com