নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ১০ আলোকিত মানুষ বানানোর কারিগর (শিক্ষক)-কে সংবর্ধনা দেয়া হয়েছে। ৬৬ বছরের পুরোনো এ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট নুরুল আমিন শোয়েব। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জালাল উদ্দিনের পরিচালনায় স্কুলের প্রাক্তন ছাত্রদের মধ্যে সংবর্ধনা কমিটির দায়িত্ব পালন করেন শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আই ড. মাহবুব রাব্বানী, এনজিও সংস্থা আশার ব্যবস্থাপক মনিরুজ্জামান রিপন। আলোকিত মানুষ বানানোর কারিগরদের সংবর্ধনা প্রদান করায় শিক্ষাগুরুরা আনন্দে উদ্বেলিত। শিক্ষকদের মধ্যে কথা বলেন এ এইচ বশির আহমেদ।