
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের এক সময়কার পুরোধা ব্যক্তিত্ব, প্রখ্যাত সঙ্গীত সাধক ওস্তাদ মোঃ বাবর আলী খানের ৪০ তম মৃত্যুবার্ষিকী আজ (২৫ ফেব্রুয়ারি)। হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে মুখরিত করতে তিনি রেখেছেন বিশাল ভূমিকা। তার বহু ছাত্রছাত্রী রেডিও ও টেলিভিশনের নিয়মিত শিল্পী। প্রয়াত একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কন্ঠশিল্পী সুবীর নন্দীর সঙ্গীতে হাতেখড়ি ওস্তাদ বাবর আলী খানের কাছে। সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম ওস্তাদ বাবর আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টায় হবিগঞ্জ শহরের রাজনগরস্থ পৌর করবস্থানে মরহুমের কবর জিয়ারত, বাদ আছর কলেজ কোয়ার্টার জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় সুরবিতান ভবনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হবে। এতে মরহুমের আত্মীয় স্বজন ও শুভাকাক্সক্ষীবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।