
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান সুনামগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান (রানু)’কে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখার প্রজ্ঞাপনমূলে তাকে পদোন্নতি দেওয়া হয়। সাইফুর রহমান (রানু) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর ৬ষ্ঠ বিজেএস এর মাধ্যমে বাংলাদেশ বিচার বিভাগে সহকারী জজ হিসেবে মৌলভীবাজারে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার পর কুমিল্লাতে সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সুনামগঞ্জে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, সাইফুর রহমান (রানু) হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফি আবাসিক এলাকা (নেক মহল) এর স্থায়ী বাসিন্দা প্রয়াত মাহমুদুর রহমান ও মাতা আলিমুন্নেছা আখঞ্জি এর পাঁচ সন্তানের মধ্যে কনিষ্ঠ পুত্র। তাঁর বড় ভাই সাইদুর রহমান রাজু যুক্তরাষ্ট্র প্রবাসী এবং তিন বোনের মধ্যে এক বোন যুক্তরাজ্য প্রবাসী, দুই বোন হবিগঞ্জ সদরে শিক্ষকতা পেশায় কর্মরত। ব্যক্তি জীবনে সাইফুর রহমান (রানু) দুই সন্তানের জনক। শীঘ্রই তিনি যুগ্ম মহানগর দায়রা জজ, সিলেট হিসেবে মহানগর দায়রা জজ আদালত, সিলেট-এ যোগদান করবেন।