স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল ইসলাম।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মহরম চান বাদী হয়ে গত ৯ অক্টোবর হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় হবিগঞ্জ সদর থানা পুলিশ মজিদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আজ শুনানী শেষে বিজ্ঞ বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ, গত ১০ ফেব্রুয়ারি সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।