
মোহাম্মদ আলী সরকার ॥ বাহুবলের পশ্চিম জয়পুর বশীনা মঞ্জিলে ‘আলী’ খান্দান দরবার শরীফের আ’লা হযরত পীরে তরিকত শাহ সুফি আল্লামা সৈয়দ ইরফান আলী বশনী (রহঃ) স্মরণে এলাকাবাসী ও মরহুমগণের রূহের মাগফেরাত কামনায় বার্ষিক ফাতেহা শরীফ সম্পন্ন হয়েছে। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাহুবল উপজেলাধীন মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর হাজী বাড়ি সংলগ্ন মাঠে ঈমানী কাফেলা বাংলাদেশ জয়পুর আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায় বাদ আছর হতে পরদিন সোমবার ফজর পর্যন্ত আয়ূব খাঁনের সভাপতিত্বে বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মঞ্জিলে ‘আলী’ খান্দান দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে তরিকত সৈয়দ মোহাম্মদ আলী বশনী মা.জি.আ। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হযরতুলহাজ্ব মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি। বয়ান পেশ করেন মঞ্জিলে ‘আলী’ খান্দান দরবার শরীফের খলিফা পীর তরিকত হযরত মাওলানা জহুরুল ইসলাম, গাউছিয়া মিরাণীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মুফতি মাওলানা এম এ কাদির ফারুকী, হাফেজ আবুল কাশেম তালুকদার, মাওলানা আব্দুল্লাহ আল জামাল, হাফেজ আব্দুল মুকিত, হাফেজ তুহিন রেজা, হাফেজ বোরহান উদ্দিন আজম প্রমূখ।
আলোচনায় বক্তারা সূফীতত্ত্ব নিয়ে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে বক্তব্য পেশ করেন। ফাতেহা শরীফের আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করায় দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত সৈয়দ মোহাম্মদ আলী বশনী মা.জি.আ আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি তার বক্তব্যে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা, মানুষের হক যথাযথ আদায়, সুন্দর চরিত্র গঠনে তাসাওফ চর্চার গুরুত্ব তুলে ধরেন। শেষে বাংলাদেশের উপর আল্লাহর রহমত কামনা করে আখেরী মোনাজাত করা হয়।