নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর এলাকায় অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার দায়ে ভুট্টু মিয়া নামের এক ব্যক্তিকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন অভিযান পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় ভুট্টু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে সহায়তা করে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন- অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভুট্টু মিয়া তিমিরপুর এলাকার শেখ ফরিদ মিয়ার পুত্র।