
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন- পবিত্র রমজান মাসে নামাজের সময় ছাড়া মসজিদে এসি চালানো যাবে না। মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে আমাদের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি সোমবার সকালে মাধবপুর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নিবাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের উপপরিচালক মোঃ জাকের হোসাইন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদুর রহমান, গণর্পূত প্রকৌশলী একেএম সাকিবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক মনিরুজ্জামান প্রমূখ।
প্রসঙ্গত, প্রায় ১১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল মডেল মসজিদে নারী ও পুরুষের আলাদা ওজু এবং নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরী, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মরদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র ও গণ শিক্ষা কেন্দ্রের সুবিধা রয়েছে।