স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিতে বইছে বসন্তের বাতাস। চারিদেকে শোনা যাচ্ছে কোকিলের কুহুতান। প্রকৃতি যখন জীর্ণতা কাটিয়ে সবুজে সবুজে ভরে উঠেছে, সেই আনন্দকে নিজের করে নিয়েছেন মাধবপুর প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যগণ। আনন্দ ভ্রমণ ও বনভোজনের মধ্য দিয়ে হেসে-খেলে পরিবারের সাথে সময় কাটিয়েছেন ব্যস্ততম গণমাধ্যম কর্মীরা। আবারও এমন একটি বাধঁনহারা আনন্দময় দিনের জন্য অপেক্ষা করতে হবে একটি বছর। স্মৃতির এ্যালবামে গেঁথে থাকবে ২২ ফেব্রুয়ারি শনিবার ২০২৫। শনিবার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে মাধবপুর প্রেসক্লাবের পিকনিক অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবার ও অতিথিদের অংশগ্রহণে পিকনিক ছিল অত্যন্ত আনন্দময়।