স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিপন আহমেদ আছকিরের পদ স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন তার পদ স্থগিত করে শিপন আহমেদ আছকিরকে চিঠি দিয়েছেন। একই সাথে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন জানান- একটি অভিযোগের প্রেক্ষিতে ৩নং তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিপন আহমেদ আছকিরের পদ স্থগিত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।