স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ আজাদকে (৬০) হবিগঞ্জ কারাগারের ফটক থেকে আটক করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে সদর থানার ওসি আলমগীর কবিরের নির্দেশে এসআই জহিরুল হক তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এর আগে তিনি শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কারাগারে ছিলেন। রবিবার তার জামিন হলে কারাগার থেকে বের হওয়ার সময় কারা ফটক থেকে ফের তাকে আটক করে পুলিশ। তিনি চুনারুঘাট উপজেলার দক্ষিণ বাজারের বাসিন্দা।