স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিপন রাণী দাস (৩৮) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাস্তার পাশে ওই নারীর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। শিপন রাণী দাস বানিয়াচং উপজেলার মশাকালি গ্রামের মালন দাশের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে শহরের থানা ও হাসপাতাল এলাকায় ঘুরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন গাড়ি চাপায় তিনি নিহত হয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com