মুড়িয়াউক ইউনিয়নে বিএনপির সমাবেশে জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামী লীগের যেসব নেতা পুলিশ পাহারায় ঘুরে বেড়িয়েছে তারা এখন বাড়ি ছাড়া, দেশ ছাড়া, রাজনীতি ছাড়া। এসব নেতারা যদি মারা যায় তাদের জানাজা হবে কোথায়। আওয়ামী লীগ নেতারা এমন রাজনীতি করেছে তাদের মৃত্যু হলে প্রকাশ্যে জানাজা হবে কি না তার কোনো নিশ্চিয়তা নেই। তিনি গতকাল রবিবার বিকেলে লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভায় এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- আওয়ামী লীগের ভয় ছিল বিএনপি মানুষের সামনে কথা বললে তাদের পায়ের নীচে মাটি থাকবে না। তাই গায়েবী মামলা দিয়ে, পুলিশী হামলা করে বিএনপির সভা-সমাবেশে বাধাঁ সৃষ্টি করেছে। আওয়ামী লীগের নির্যাতনে শিকার হয়ে বিএনপি নেতাকর্মীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার পরিজন থেকে দূরে থেকেছে। আমরা সেই দিন ধৈর্য ধরেছি, আর আকাশের দিকে থাকিয়েছি। মহান আল্লাহ আমাদের ফরিয়াদ কবুল করেছেন। সে জন্যই আওয়ামী লীগ এখন এক জায়গায় দাঁড়িয়ে কথা কলার সাহস হারিয়ে ফেলেছে।
তিনি বলেন- রাজনীতি মানুষের জন্য। মানুষের জীবন যেখানে ক্ষণস্থায়ী, সেখানে রাজনীতি চিরস্থায়ী হতে পারে না। জোর করে কিছু দিন রাষ্ট্র ক্ষমতায় থাকা যায়, কিন্তু চিরস্থায়ীভাবে থাকার সুযোগ নেই। তাই ভালো কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে স্থায়ীভাবে বাসা বাঁধতে চাই।
২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল প্রমূখ।