
মোহাম্মদ আলী সরকার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে ঐতিহ্যবাহী মঞ্জিলে ‘আলী’ খান্দান দরবার শরীফের বিশিষ্ট শিক্ষানুরাগী, আধ্যাত্মিক পুরুষ শাহ সুফি সৈয়দ তাহির আলী বশনী (রহ.) এর স্মরণে ও এলাকার মরহুমগণের রূহের মাগফেরাত কামনায় লস্করপুর আলী হোসেনের বাড়িতে বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত ১ম বার্ষিকী ফাতেহা শরীফের আয়োজন করা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারের গদ্দীনিশীন পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী বশনী (মাঃ আঃ জিঃ)। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার সহকারি অধ্যাপক হযরতুলহাজ্ব মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি। বিশেষ অতিথি ছিলেন মঞ্জিলে আলী খান্দান দরবার শরীফের খলিফা পীরে তরিকত হযরত মাওলানা জহুরুল ইসলাম, গাউছিয়া মিরানীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মুফতি এম এ কাদির ফারুকী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বশনী রহ. হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আবুল কাশেম তালুকদার, হাফেজ মেহেদী রেজা, হাফেজ আব্দুল মুকিদ, হাফেজ তুহিন রেজা, হাফেজ বোরহান উদ্দিন আজম প্রমূখ। অনুষ্ঠানে বক্তাগণ কোরআন সুন্নাহ’র আলোকে আলোচনা রাখেন এবং তরুণ যুবকদের ইসলামের পথে চলার নির্দেশনা দেন।
শেষে উপস্থিত এলাকাবাসীর একান্ত সহযোগিতার শুকরিয়া আদায় করে সভাপতির বক্তব্যে মঞ্জিলে আলী খান্দান দরবারের গদ্দীনিশীন পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী বশনী (মাঃ জিঃ আঃ) তাসাওফের প্রয়োজনীয়তা, দুনিয়ায় শান্তি শৃঙ্খলার সাথে জীবনযাপনে একনিষ্ঠতার সাথে দ্বীন-ধর্ম পালনের উপর গুরত্বারোপ করেন। পরনিন্দা, মিথ্যা এবং গীবত ছেড়ে খালেস তওবার মাধ্যমে মা-বাবার খেদমত করে, নবী-রাসুল, ওলী আউলিয়ার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে সোনালী জীবন যাপনের উদাত্ত আহবান জানান। শেষে আখেরী মোনাজাতে এলাকার মরহুমগণের রূহের মাগফেরাত কামনার মাধ্যমে ফাতেহা শরীফ সম্পন্ন হয়।