স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী শংকরের মুখ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শরীফুল হুদা খোকন আহত হয়েছেন। স্থানীয় জনতা এক ছিনতাইকারীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পত্রিকা ছাপানোর কাজ শেষে ওই এলাকার শাহজালাল অফসেট প্রিন্টিং প্রেস এর মালিক নুরুল আমিন দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে একদল ছিনতাইকারী তার ওপর হামলা করে তার মোটর সাইকেলটি নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হৃদয় নামে এক ছিনতাইকারীকে আটক করেন। এ সময় তার অন্যান্য সহযোগিরা কৌশলে পালিয়ে যায়। ওই সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অ্যাডভোকেট খোকন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়।