স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ভাটি শৈলজুড়া গ্রামে আওয়ামী লীগ নেতা তছকির মেম্বার পঞ্চায়েত কমিটির সদস্য হওয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুল ও টাকার মালা দিয়ে বরণ করেছেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়।
এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার ভাটি শৈলজুড়া ও ভঙ্গেরহাটিসহ কয়েকটি এলাকায় নিয়ে পূর্বের কমিটি থাকা স্বত্তেও ৩নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম তছকির ও যুবলীগ নেতা ফজলু মিয়া, মাছুম মিয়াসহ তার লোকজন আলাদা পঞ্চায়েত কমিটি গঠন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজিউড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, বিএনপি নেতা আলা উদ্দিন প্রমূখ।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা তছকির মেম্বার বাদী হয়ে হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ¦ জি কে গউছের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়াও তছকির মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। এলাকাবাসী তাকে গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।