বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ শহরের কালীবাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সদস্য গিরেন্দ্র চন্দ্র রায়ের সভাপতিত্বে ও রাজন দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সুদ্বীপ রঞ্জন সেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার। সভায় বক্তব্য রাখেন স্বরবিন্দু দাস, বিশ্বজিত শেখর পুরকায়স্থ, অতীন কুমার দত্ত চৌধুরী, কৃষ্ণ তালুকদার মেম্বার, নরোত্তম দাস, বাবু চন্দন, রাজু বিশ্বাস চঞ্চল, রাজিব রায়, অমিত মোদক, জয় চৌধুরী, সুমিত পাল, পিংকু দেব, শিবনাথ ভট্টাচার্য, ঋত্বিক সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি