![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2025/02/005-AKLACH-AHMED-PRIYO-pic-sumon.jpg)
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান সুমনের বিরুদ্ধে নিরীহ ব্যক্তির জমি জোরপূর্বক দখল ও বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে নির্মাণাধীন বাউন্ডারি ভাংচুর করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রাণে হত্যার হুমকি প্রদর্শনের অভিযোগে নিরীহ ব্যক্তি ও তার পরিবার পরিজন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এছাড়া বাড়িতে থাকা বিভিন্ন প্রকারের গাছ গাছালি কেটে ফেলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের আবিদুর রহমান চৌধুরী আঙ্গুরের ছেলে সুমন বাহুবল থানা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়ভাবে প্রভাবশালী ও দলীয় প্রভাবে একই গ্রামের মৃত আব্দুর নূর চৌধুরীর ছেলে শামসুর রহমান চৌধুরী সেলিমের দখলীয় জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন তিনি। গতকাল বিকেল ৫টার দিকে সুমন তার লোকজনকে নিয়ে জোরপূর্বক ওই নিরীহ ব্যক্তির নির্মাণকৃত দেয়াল ভাংচুর ও গাছ গাছালি কেটে ফেলেন। এতে বাঁধা দেয়ায় প্রাণে হত্যার হুমকি দেয়া হয়। ভুক্তভোগী শামসুর রহমান চৌধুরী সেলিম জানান, তাকে হত্যার ভয় দেখানো হয় এবং বাড়ি ছেড়ে দেয়ার জন্য ভয়-ভীতি প্রদর্শন করা হয়। এখনো পরিবার-পরিজন নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।