আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচং ১নং ও ২নং ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বানিয়াচং বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা কৃষক দলের আহবায়ক জুলফি খান তিতু’র সভাপতিত্বে ও জহিরুল ইসলাম নাসিম এবং মোজাম্মেল হক এর যৌথ সঞ্চালনায় এবং যুবদলের যুগ্ম আহবায়ক মো: মিলন খানের সার্বিক ব্যবস্থাপনায় বানিয়াচং আদর্শ বাজারে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মনজুর উদ্দিন আহমেদ শাহিন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ওযারিশ উদ্দিন খান, সাবেক যুগ্ম আহবায়ক মহিবুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান, সালাহ উদ্দিন ফারুক, নাজমুল হোসেন, ২নং ইউনিয়ন সভাপতি হারুন লস্কর, কৃষক দলের সদস্য সচিব মোক্তাদির হাসান সেবুল, ছাত্র দলের আহবায়ক মুবাশ্বির আহমেদ মজনু।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহবান জানিয়ে বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা ও আমাদের নেতাকর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন- ধানের শীষ যার আমরা তার। যে-ই ধানের শীষ পাবে আমরা তাকে সহযোগিতা করবো। আগামী নিবার্চনে বানিয়াচং-আজমীরিগঞ্জ আসনটি আমরা বিএনপিকে উপহার দিতে চাই। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন- আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে ঘড় ছাড়া করেছিলো শেখ হাসিনা, কিন্তু আজ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। গত ১৫ বছরে বিএনপি’র একজন নেতাকর্মীও দেশ ছেড়ে পালায়নি। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সরকার প্রধান তার ৩শ’ এমপি-মন্ত্রী সহ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছে যে তারা ভারতের দালাল। এসময় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com