৫২ শিক্ষার্থী পেয়েছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বৃত্তি
নিজস্ব প্রতিনিধি ॥ সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি সকল মহলে প্রশংসিত হচ্ছে। দরিদ্রদের জন্য কল্যাণকর কাজের পাশাপাশি মেধাবৃত্তির মাধ্যমে অনেক দরিদ্র শিক্ষার্থী উপকৃত হচ্ছে। এবারও জেলার ৫২ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে এই মেধা বৃত্তি। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা পেয়েছে এই বৃত্তি। গতকাল সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর হাতে নগদ ৫ হাজার টাকা ও বৃত্তির সম্মাননা সনদ তুলে দেয়া হয়।
বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালালের সভাপতিত্বে ও রিচি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাপা হবিগঞ্জের সভাপতি ও সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন মিয়া ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বক্তৃতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউিনিটি নেতা আকবর হোসেন স্বর্পন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈন উদ্দিন, নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান, ভাদৈ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা কলি, অভিভাবক সুফিয়া আক্তার, বজলুর রহমান, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, মুসলিমুল হাসান চৌধুরী ও জেলা স্কাউটস এর সম্পাদক শাহজাহান কবির।
বৃত্তি প্রকল্পের আহবায়কের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গফ্ফার আহমেদ। যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির পক্ষ থেকে মিয়া মো. আছকির ও আব্দুর রহমান সবাইকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ইকরামুল ওয়াদুদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- আলোকিত মানুষ হতে অধ্যয়নের বিকল্প নেই। যে কোন বৃত্তি শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা যোগায়। যুক্তরাষ্ট্র প্রবাসীরা বৃত্তি প্রদানসহ বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে চান। এই ভাল কাজের প্রতিদান হবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জন।