আজ ঐতিহাসিক সৈয়দ আহম্মদ গেছুদারাজ লুতশাহ্ (রহঃ) মাজার শরীফের ১৬তম বার্ষিক ওরস। বাহুবল উপজেলার কোর্টআন্দর গ্রামে অবস্থিত এ মাজারে আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ওরসে যোগাদান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান করা হয়েছে। মাজারের মোতাওয়াল্লী সৈয়দ মাহবুবুর রহমান তুহিন এ আহবান জানান। তিনি বলেন- প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে ওরস পালনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তিন দিনব্যাপী এ ওরস চলবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com