সামাজিক সংগঠন আপনজন এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত শুক্রবার হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মকছুদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান তোফায়েল। এজিএমে সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট, অডিট রিপোর্ট, আয়-ব্যয় রিপোর্ট উপস্থাপন ও অনুমোদন করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটি, অডিট কমিটি ও প্রপার্টি ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ শফিকুর রহমান তোফায়েল, সহ-সভাপতি মাধব চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সনজিত কুমার রায়, কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক চৌধুরী জুয়েল, কার্যনির্বাহী সদস্য মোঃ এনামুল হক এহিয়া, জিতেশ রঞ্জন সূত্রধর, আব্দুল্লাহ আল মামুন, আবু মোতালেব খান লেবু, গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী, নুরুর রহমান হারুন, ফজলুল করীম খসরু, অ্যাডভোকেট শাহ হারুনুর রশীদ সোহেল, ফরাশ উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক কামাল হোসেন (ইংল্যান্ড প্রবাসী), যুক্তরাজ্য সমন্বয়কারী জুবায়ের আহমেদ (ইংল্যান্ড প্রবাসী)। অডিট কমিটির আহবায়ক আব্দুর রকিব, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, সদস্য আনিসুর রহমান তালুকদার। আপনজনের প্রপার্টি ডেভেলপমেন্টের জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লাহ, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাছান চৌধুরী, সদস্য অ্যাডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ, মোহাম্মদ শাহীন, বাদল কুমার রায়, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, মোঃ মোর্শেদ কামাল, প্রাণেশ রঞ্জন দাশ, মোঃ মকছুদ আলী, মোঃ শফিকুর রহমান তোফায়েল, মোঃ কুতুব উদ্দিন, সনজিত কুমার রায়, মোঃ তরিকুল ইসলাম হারুন। রাত ৮ টায় আপনজনের পারিবারিক মিলনমেলা শহরের ভাদৈ এলাকায় গ্র্যান্ড নবাব পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। নবগঠিত কার্যনির্বাহী কমিটি, অডিট কমিটি ও প্রপার্টি ডেভেলপমেন্ট কমিটির সদস্যদের পরিচয় পর্ব, আপনজন পরিবারের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও বিদায়ী সভাপতিকে সম্মাননা প্রদান করা হয়। প্রিয়জন সাহিত্য পরিষদের সভাপতি কবি রুনা আক্তার স্বপ্না আপনজন সদস্যদের উত্তরীয় প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আপনজনের সাবেক সভাপতি ও এজিএম প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লাহ। সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের মাধ্যমে পারিবারিক মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি