নিজস্ব প্রতিনিধি ॥ বৃহত্তর সিলেট তথা হবিগঞ্জের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক, স্বাস্থ্য ও সমাজ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, আইনুল হক রেজা শাহর সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক ও ফোরামের যুগ্ম সম্পাদক সাদেক আহসান-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট এএন এম আবেদ রাজা। প্রধান বক্তা ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বার বার নির্বাচিত চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, ফোরামের উপদেষ্টা ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক জলবায়ু ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এ ফোরামের উপদেষ্টা একেএম রিপন তালুকদার, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কৃষিবিদ বিএম আলমগীর কবির শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তিতুমীর কলেজের সাবেক ছাত্রদল নেতা খন্দকার আখতারুজ্জামান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা কৃষিবিদ শেখ আহসান হাবীব, বিএনপি নেতা মান্নান খান, ড্যাফোডিল বিশবিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসানুল হক ফেরদৌস, ঢাকা কলেজ ছাত্রদল নেতা কামরুল হাসান, ছাত্রদল নেতা এনায়েত খান। উপাচার্যকে হত্যার হুমকিদাতাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের জন্য বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, ৪ নভেম্বর বেলা ১০টার দিকে মোবাইলে কল করে অজ্ঞাত এক ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি দিয়েছে। এর পরই উপাচার্য থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং নিজের ভ্যারিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। উপাচার্য এই হুমকির প্রতিবাদে বলেন, কোন প্রকার হুমকি-ধামকি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অগ্রযাত্রাকে ধাবিত করা যাবে না।