অতিথি সাংবাদিকের কলাম…
রাজু সরকার
বাহুবল কলেজের প্রধান সড়কে বাসা বাড়ির টয়লেটের ময়লার পানি জমে থাকায় দুর্গন্ধে ও চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের। প্রতিনিয়ত টয়লেটের ময়লা পানি অতিক্রম করে কলেজে আসা-যাওয়া করতে হচ্ছে শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, বাহুবল কলেজ তথা বাহুবল টু নন্দনপুর রাস্তার হাসপাতালের দক্ষিণ পাশে স্থানীয় বাসা বাড়ির টয়লেটের ময়লা পানি রাস্তায় জমে রয়েছে। এতে দুর্গন্ধে কলেজের ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। দুর্গন্ধের কারণে চলাচল করতে হিমশিম খাচ্ছেন ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ। অনেকেই নাক চেপে পথ চলতে দেখা গেছে। এ নিয়ে পথচারীদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। অনেককে গালি দিয়ে বিরূপ মন্তব্য করতেও দেখা গেছে। স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ স্ব স্ব টয়লেটের সংশ্লিষ্ট বাসাবাড়ির দায়ী মালিকদের বারবার সতর্ক করার পরও তারা রাস্তায় ময়লার পানি বন্ধের কোন পদক্ষেপ নিচ্ছেন না।
এক কলেজ শিক্ষার্থী জানান, ‘পার্শ্ববর্তী বাসা বাড়ির টয়লেটের ময়লা পানি রাস্তায় পড়ে জমে যাওয়ায় দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। আমাদের টয়লেটের ময়লা পানি অতিক্রম করেই কলেজে যাওয়া আসা করতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে বারবার অবগত করার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com