মোঃ আব্দুর রকিব ॥ ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে পারছে না ছেলে। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের মিনারা বেগম (৬০) গলায় ক্যান্সারে আক্রান্ত। মিনারা বেগমের স্বামী ইসাক উল্লাহ কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন। মিনারা বেগমের দুই ছেলের মধ্যে বড় ছেলে মাসুক মিয়া দৈনিক মজুরীর ভিত্তিতে নসরতপুর ১১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে, অপর ছেলে আশিক মিয়া ভ্যান গাড়ি চালিয়ে জীবন নির্বাহ করছে। টানাটানির সংসারে যখন জানতে পারে তাদের মা ক্যান্সার আক্রান্ত তখন তারা ৩৫ হাজার টাকা খরচ করে প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহণ করে। বড় ছেলে মাসুদ মিয়া জানায়, সামান্য দৈনিক মজুরের ভিত্তিতে চাকরি দিয়ে যেখানে সংসার চালানো কঠিন সেখানে মায়ের চিকিৎসা কিভাবে করাবে। সে জানায়, তার মায়ের চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। তাই সে কি করবে ভেবে পাচ্ছে না। কেউ যদি তার মায়ের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন হয়তোবা সে তার মায়ের চিকিৎসা করাতে পারবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com