শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ আমেরিকার নিউইয়র্কে বসবাসরত শায়েস্তাগঞ্জবাসির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেল ৫টায় মরড়া প্রাথমিক বিদ্যালয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার মর নিশাপট, কদমতলি ও মরড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকির, সাবেক সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, ১১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার প্রকৌশলী মোঃ নাছিম আহমেদ, বিশিষ্ট মুরুব্বী ও মরড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, ইউপি মেম্বার এখলাছুর রহমান, তাফহিমুল ইসলাম চৌধুরী, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের শিক্ষক আব্দাল হোসাইন বেলাল, নানু মিয়া, সমাজসেবক রফিকুল ইসলাম প্রমূখ। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, পেঁয়াজ, আলু, ময়দা। পরে আমেরিকার নিউইয়র্কে বসবাসরত শায়েস্তাগঞ্জবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।