যৌন হয়রানি ও অমানবিক কর্মকান্ডের অভিযোগ
এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ যৌন হয়রানি ও বিভিন্ন অমানবিক কর্মকান্ডের অভিযোগে বাহুবল উপজেলার পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষক ও এক নিরাপত্তা কর্মীসহ ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে অভিযুক্ত শিক্ষকদের বহিস্কারের দাবীতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে স্থানীয় জনপ্রতিনিধি, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্কুলে ছুটে আসেন। এ সময় শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক মোঃ আইনুল ইসলামকে স্থায়ীভাবে, বিভিন্ন অমানবিক কর্মকান্ডের অভিযোগে সহকারী শিক্ষক মনজুর আলী, কলসুমা আক্তার, খ-কালীন শিক্ষক ইকবাল হোসেনকে সাময়িক এবং নিরাপত্তা কর্মী লোকমান হোসেনকে বহিষ্কার করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন পুটিজুরী ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার আমজাদ হোসেন হারিছ, সাধারণ সম্পাদক মামুন তালুকদার, পুটিজুরী ইউপি সদস্য মর্তুজ আলী লিটন, শেখ জসিম মিয়া, রুবেল আহমেদ, অভিভাবক প্রতিনিধি হাজী আবুল কালাম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শাহ মাজিদুর রহমান শিপু, শাহ ফয়জুর কবির, শুকুর খাঁ, হাবিবুর রহমান বিলাত, সাবেক শিক্ষক সাজাদ মিয়া, নজরুল ইসলাম শিপন, মাওলানা আহমেদ আলী ফয়সল, আকতার হোসেনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন চন্দ্র পাল জানান, বর্তমানে স্কুলে ম্যানেজিং কমিটি না থাকায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের বহিষ্কার এর যাবতীয় কাগজপত্র নিয়ে গিয়ে আইনি প্রক্রিয়ায় তাদের বহিষ্কারাদেশ কার্যকর করা হবে।