চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পাঁচগাতিয়া গ্রামে ডাকাতদলের হামলায় নিহত আব্দুল হামিদ (৫৬) হত্যা মামলার আসামি আব্দুল হক কুটি মিয়াকে (৩৮) আটক করেছে র‌্যাব। ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযার চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব। আটক আব্দুল হক কুটি একই ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের হাজী হাফেজ আলীম উল্লার ছেলে। আব্দুল হক কুটি মিয়া এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তার বিরুদ্ধে থানা ও আদালতে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট গভীর রাতে একদল ডাকাত আব্দুল হামিদের বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতি করতে গিয়ে গৃহকর্তা আব্দুল হামিদকে কুপিয়ে গুরুতর আহত করে ডাকাত দলের সদস্যরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতে সংঘবদ্ধ ডাকাতরা শুধু আব্দুল হামিদকেই ধারালো অস্ত্র দিয়ে কুপায়নি, তারা আব্দুল হামিদের ছেলে দুবাই প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী রিতা আক্তারকে (২৬) ও বেধড়ক মারপিট করে। ডাকাতের মারপিটে রিতা প্রায় দুইদিন অজ্ঞান ছিলেন।