লাইসেন্সধারী সকলকে থানায় অস্ত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী সকলকে নিজেদের অস্ত্র গোলাবারুদসহ থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) প্রভাংশু সোম মহান এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়- ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত হবিগঞ্জ জেলায় যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো। তৎপ্রেক্ষিতে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য বলা হলো। গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়- এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ (অপঃ ঢও ড়ভ ১৮৭৮) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখার ২৫ আগস্ট, ২০২৪ তারিখের স্মারকমূলে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে লাইসেন্স স্থগিত করা হয়েছে।