স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামে রায়হান মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে নগদ টাকাসহ সর্বস্ব লুটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয়, তাকে হত্যা করার জন্য হাত-পা বেঁধে আটকে রাখারও অভিযোগ উঠেছে। নিরুপায় হয়ে ওই গ্রামের ছালেহ আহমদের পুত্র রায়হান মিয়া বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-২ আদালতে একই গ্রামের আব্দুল আলীর পুত্র জুনাইদ মিয়া, ফজল মিয়ার পুত্র লিটন মিয়া, মৃত কালা মিয়ার পুত্র খালেক মিয়া, ইউনুছ মিয়ার পুত্র সোহাগ মিয়া, আব্দুল আলীর পুত্র সোহেল মিয়া, ফজল মিয়ার পুত্র রিপন মিয়া, মকছুদ মিয়ার পুত্র মাসুক মিয়া, তার ভাই ফজল মিয়া, মৃত ওয়াহাব উল্লার পুত্র হাবিব মিয়া ও ফরিদ মিয়ার বিরুদ্ধে গত ২২ আগস্ট মামলা দায়ের করেছেন। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য চুনারুঘাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৮ আগস্ট রাতে উল্লেখিতরা রায়হান মিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে তার গলায় প্রাণনাশক অস্ত্র ধরে প্রাণে হত্যার ভয় দেখিয়ে নগদ ৬৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে মারধোর করে। এক পর্যায়ে তাকে অপহরণ করে নিয়ে আসামীগণের বাড়িতে হাত-পা বেঁধে আটকে রাখে। এক পর্যায়ে এলাকাবাসী তাকে উদ্ধার করেন। মামলার আসামী লিটন মিয়া পুলিশ সদস্য হওয়ায় মামলা দায়েরের পর থেকেই বাদীকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। এ ঘটনায় জানমালের নিরাপত্তা চেয়ে বাদীর মা মনিরা খাতুন হবিগঞ্জ কোর্টে ১০৭ ধারায় মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামীকে কারণ দর্শানোর নির্দেশ দেন।