![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/08/juwel-habiganj-Electric-Maruf-Miah.jpg)
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ মিয়া (৩৫) নামে এক যুবক মারা গেছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ উপজেলার স্নানঘাট ইউনিয়নের গেদা মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মারুফ মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রী। মারুফ মিয়া কিছুদিন যাবত প্রতিবেশী আমির মিয়ার বাড়িতে কাজ করছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারও আমির মিয়ার বাড়িতে কাজে যায় সে। বিকেল ৫টার দিকে কাঠমিস্ত্রীর কাজ করা অবস্থায় অসতর্কতাবশত হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া আক্তার মারুফকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com