স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার করাব ইউনিয়নের রাঢ়িশাল গ্রামে বিষাক্ত চোলাই মদ ও স্পিড পানে দুই ব্যক্তি মারা গেছেন। অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও ২ জন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতি রাতেই রাঢ়িশাল গ্রামের জনৈক শঙ্খু ঠাকুরের বাড়ীতে মদপানের আসর বসে। ওই আসরে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে মদপান করে থাকে। গত সোমবার রাতে কুমিল্লা ও শ্রীমঙ্গলসহ বিভিন্ন জেলা থেকে চার ব্যক্তি তার বাড়ীতে আসে। সন্ধ্যার পর থেকেই শুরু হয় মদপান। এক পর্যায়ে চোলাই মদের মজুদ শেষ হওয়ায় তারা স্পিড পান করতে থাকে। রাত ১২টার দিকে অতিরিক্ত চোলাই মদ ও স্পিডের কারণে তাদের বিষক্রিয়া শুরু হয়। এতে শ্রীমঙ্গল উপজেলার কাজল চক্রবর্তী মারা যান। এছাড়া কাজল কর, নাড়– দেব ও শিবু দেব নামে আরও ৩ জন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে রাত ১টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তাদের অবস্থার অবণতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট রেফার করেন। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান।