নিজস্ব প্রতিনিধি ॥ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এবং জলাভূমির বন উদ্ধার ও জীব বৈচিত্র্য সংরক্ষণের স্বার্র্থে ওসার্ডের জলাবন সৃজনের লক্ষে বানিয়াচং উপজেলার ওসার্ডের ইকরাম অফিসের সম্মেলন কেন্দ্রে স্থানীয় জনসাধারণকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওসার্ড এর প্রধান নির্বাহী মোঃ মোতাক্কাবির খান আক্কাস। বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক উৎপল কুমার কুন্ড, ওসার্ডের কমিউনিটি ওর্গানাইজার মিন্ঠুন দাশ প্রমূখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১১নং মক্রমপুর, ১২নং সুজাতপুর, ১৩নং মন্দরী, ১৪নং মুরাদপুর ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের সমন্বয়কারীগণ। এছাড়াও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ওসার্ডের রূপকল্প-৩১ কার্যক্রমের পরিকল্পনার অভিব্যক্তি প্রকাশ করা হয়। সভায় সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী মোঃ মোতাক্কাবির খান আক্কাস বলেন- হবিগঞ্জ-সুজাত সড়কে ইকরাম টু বিথঙ্গল ইকো-ট্যুরিজম বাস্তবায়নের লক্ষ্যে ওসার্ড কার্যক্রম দৃশ্যমানের দিকে এগিয়ে চলেছে। সেই লক্ষ্যে সংরক্ষিত বনে ১ লাখ ২০ হাজার চারা রোপন করা হবে। পাশাপাশি স্থানীয় ভূমিহীন সম্পৃক্ত করে ৩ লাখ ৮২ হাজার ১৮৪টি বৃক্ষরোপন এবং হাওরের কৃষকদের বজ্রপাত থেকে রক্ষার জন্য ১১টি স্থাপনা-আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে।