সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনাকাক্সিক্ষত কার্যক্রমের বিষয়ে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস, করপোরেট অফিস, বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশি চালাচ্ছে। ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনাদের (জনসাধারণ) সবার অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‌্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না। এরই পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।