শেখ আব্দুল হাকিম ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের উৎপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তাদেরকে সহযোগিতা করছেন হাসপাতালের কতিপয় ডাক্তাররা। রোগীরা আসার সাথে সাথেই জরুরী বিভাগে স্লিপ নিয়ে টানাটানি শুরু করে তারা। অনেকেই দালালদের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে বাড়ী ফিরছেন। গত মঙ্গলবার একটি ঘটনাকে কেন্দ্র করে কর্মবিরতির ডাক দেন ডাক্তার ও নার্সরা। আর এ কর্মবিরতিতে ৩ দফা দাবি জানানো হয়। এতে হাসপাতাল চত্ত্বর দালালমুক্ত করার দাবিও উল্লেখ করা হয়। এ দাবির প্রেক্ষিতে মঙ্গলবার রাত ১১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা সদর হাসপাতালে সাঁড়াশি অভিযান চালিয়ে তালিকাভূক্ত ৩ দালালকে আটক করেন। অভিযান টের পেয়ে অন্যান্য দালালরা পালিয়ে যায়। আটককৃত দালালরা হলো- শহরের অনন্তপুর এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র আব্দুল মালেক (৩৫), একই এলাকার নূর মিয়া ও কল্লোল দেব। পরে পুলিশ বাদী হয়ে ৫৪ ধারায় মামলা দিয়ে গতকাল বুধবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আপাতত তাদেরকে ৫৪ ধারায় মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করবে।