নিজস্ব প্রতিনিধি ॥ সাপ্তাহিক বেতন, রেশন ও বোনাস এর মধ্যে দুটি বকেয়া পাওনা প্রদান করায় দেউন্দি টি কোম্পানির চারটি বাগানের মাঝে লালচান্দ ও দেউন্দি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে।
সূত্র জানায়, শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের দুর্গা মন্দিরে লালচান্দ চা বাগানের সভাপতি সাগর বাউরীর সভাপতিত্বে ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংগঠক উজ্জ্বল কুমার দাশের উপস্থাপনায় দেউন্দি কোম্পানির অধীনে চারটি বাগানের পঞ্চায়েত কমিটির মেম্বার, সাধারণ চা শ্রমিক, যুবক ও ছাত্রসহ ৪ শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নিপেন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খায়রুল আক্তার, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভেলী সভাপতি রথীন্দ্র গৌড়, সহ-সভাপতি ধনা বাউরি, সাধারণ সম্পাদক অনুরোদ্ধা বাড়াই। সভায় জানানো হয়- গত ৩০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চার দিন ধরে চা শ্রমিকদের একটি বকেয়া পাওনার জন্য চা শ্রমিকরা কর্মবিরতি পালন করায় দেউন্দি কোম্পানির লালচান্দ ও দেউন্দি চা বাগানের অনেক ক্ষতি সাধন হয়েছে। এতে চা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ পরিস্থিতিতে জেলা প্রশাসকের আশ^াসে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন এবং শনিবার থেকে কাজে যোগ দেন।