চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে দ্বিতীয় শ্রেণির ২০/২২ জন শিশু শিক্ষার্থীকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন এক শিক্ষিকা। এনিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলে দ্রুত শিশুদের নিয়ে এলাকা ত্যাগ করেন তিনি। খবর পেয়ে চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব ও চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ঘটনাস্থলে গিয়ে তাদের পাননি।
ওই শিক্ষিকা স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক বলে জানা গেছে। তিনি তার কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে মিছিল করেন। স্থানীয় সাংবাদিক নাসির আহমেদ ওই শিক্ষিকার কাছে শিশুদের কেন মিছিলে নিয়ে এসেছেন জানতে চাইলে তিনি বলেন, তিনি একজন শিক্ষিকা। চলমান ছাত্রজনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে এসেছেন তিনি। খবর পেয়ে চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব ও চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ঘটনাস্থলে গিয়ে তাদের পায়নি।
চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের পাইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং এ ব্যাপারে তথ্য সংগ্রহ করছেন।