ছাত্র-জনতা হত্যার বিচার, রাজপথ থেকে বিভিন্ন বাহিনী প্রত্যাহার করে সভা সমাবেশের অধিকার নিশ্চিত করা, হত্যাযজ্ঞের দায় ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে গতকাল ৩ আগস্ট শনিবার বিকাল ৫টায় হবিগঞ্জ শহরের খোয়াই ব্রীজ পয়েন্টে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা কমিটি। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সিপিবি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংগঠক কমরেড পীযুষ চক্রবর্তী, আজমান আহমেদ, রনজন কুমার রায়, পলাশ চৌধুরী, কাজল চক্রবর্তী, আলীম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তাগণ বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন এবং বলেন ছাত্র-জনতা হত্যার দায় সহ গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে ধ্বংস করা, দূর্নীতি, লুটপাট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং অতিমাত্রায় ধনিক শ্রমিককে পোষণ করা যা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। তাই অনতিবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবী করেন। প্রেস বিজ্ঞপ্তি